পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

নারী ‌-পুরুষ বশীকরন


 

বশীকরন মন্ত (পরুষ অথবা মেয়ে)

আমরা আমাদের প্রিয়জনের মনোযোগ আর্কষন করার জন্য যা করে থাকি তাকেই বশিকরন বলে ধরে নেই আসলে কিন্তু বশিকরন অনেক ভাবেই ব্যবহৃত হয়ে থাকে যেমন অল্প কথায় যে কোন প্রানীকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে আপনার প্রতি আর্কষন করাকেই বশিকরণ বা আর্কষন বিদ্যা বলা যেতে পারে, এটা হতে পারে পূরুষ বা মহিলা, আবার আপনার অফিসের কর্মকর্তা বা কর্মচারী, আপনার সন্তান বা পিতা মাতা, আপনার স্ত্রী বা প্রেমীকা সে যেই হোক না কেন যখন আমরা লক্ষ করি- কেউ যদি আমাদের প্রতি অনিহা প্রকাশ করে বা এক সময় খুব ভালো সর্ম্পক্য ছিল কিন্তু এখন আর তেমন ভালো আচরন করছে না এড়িয়ে চলছে, অন্য কাউকে অগ্রাধিকার দিচ্ছে এমনটি দেখলেই আমরা বশিকরন করার প্রয়োজন অনুভব করি। সেটাও তখন যখন আমরা স্বাভাবীক ভাবে সেটা করার রাস্তা খুজে না পাই বা সেটা সম্ভব না হয়ে উঠে।

আজ আপনাদের দেব এমন একটি তান্ত্রীক পদ্ধতী যা বর্তমান সময়ে সারা বিশ্বের অধিকাংশ্য স্বনাম ধণ্য তান্ত্রিকগন বশিকরনের কাজে ব্যবহার করে।

প্রয়োজনীয় সরঞ্জামঃ

১। ৬টি মোমবাতী, সবুজ, নীল, লাল, হলুদ, গোলাপী (দুটি)।

২। পঞ্চঁ কৌনিক তান্ত্রিকাসন।

৩। একটি দিয়া-শালাই।

৪। নির্জন গৃহ।

৫। শরীরের জন্য এক রঙ্গা বস্ত্র।

সময়ঃ

শুক্ল পক্ষের রবি কিংবা বৃহস্পতি বার বা পূর্ণ চন্দ্রিমার রাত্রী ১০ টার পর হতে।

বিধিঃ

তান্ত্রিক আচার পূর্বের ৫-৭ দিন মেনে চলতে হবে, গুরুর অনুমতি অবশ্যক।

করনীয়ঃ

সর্বপ্রথম আসন পেতে আপনি দক্ষিণ কোণে বসবেন, উত্তরে সবুজ মোমবাতি, হলুদ মোমবাতি পূর্ব কোনে এবং পশ্চিম প্রান্তে নীল মোমবাতি রাখুন, দিয়াশালাই দিয়ে সকল মোমবাতি গুলো জালিয়ে দিন, আপনার দুই হাতে গোলাপী মোমবাতিগুলো ধরে রাখবেন আর লাল মোমবাতি আপনার সম্মুখ্যে থাকবে।

মন্ত্রঃ ইলাহী বহুরমত জিব্রাইল

ওয়া মিকাইল, ওয়া ইস্রাফীল,

ওয়া তৌরাতে মূসা ওয়া ঈসা

ওয়া ফুরকান মুহাম্মদ

সল্লাল্লাহু অলাইহে ওয়া সাল্লাম (সাধকের নাম)

প্রেমিকার নাম সহ এই মন্ত্রটি উচ্চারন করতে হবে,  ততক্ষন পর্যন্ত যতক্ষণ মোমবাতি জলতে থাকবে, মন্ত্র উচ্চারন এমন হতে হবে যেন আপনি নিজ কানে তা শুনতে পান এবং তাতে নিজের কনসালট্রেশন ও আপনার প্রেমিকার প্রতিচ্ছবি হৃদয়ে থাকতে হবে।

আলতো অবস্থায় চক্ষু বন্ধ থাকবে।

ডিউরেশনঃ

সাধারনত এক বৈঠকের তদবীরেই উদ্দেশ্য সাধন হয়ে থাকে তবে প্রয়োজন বোধে ও শক্ত হৃদয়ের জাতকদের জন্য পর পর তিনটি আসন দিতে হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন