শনিবার, ১৩ মার্চ, ২০২১

সাবধানতা ও কিছু কথা


 সুপ্রিয় ভিজিটর, আপনাদের সকলের জ্ঞ্যতার্থে জানানো হচ্ছে যে আপনারা আমাদের ফেইসবুক পেইজে বা প্রোফাইলে কমেন্ট করা থেকে বিরত থাকুন, আমাদের অনেক সন্মানীত ক্লাইন্ট প্রতিনিয়ত জানাচ্ছে যে তেনাদের সমস্যার সময় যখন আমাদের কমেন্ট করেছিলো তার কিছু পরেই অন্য কেউ তান্ত্রিক মুখষধারী তার প্রোফাইল থেকে কাজ করে দেওয়ার জন্য তেনাকে খুব ভালো এবং মোহিত করা প্রপোজাল দেয় এবং স্বভাবতই তিনি তা এক্সসেপ্ট করেন এবং পরবর্তীতে কাজ তো দুরের কথা বিভিন্ন ভবে হয়রানীর স্বিকার হয়েছেন। কিছু কিছু ক্লাইন্ট ব্লাক মেইলিং এর স্বিকারও হয়েছেন। যে কোন প্রতিষ্ঠানেই ক্লাইন্টের প্রাইভেসি সর্বাগ্রে, যে কোন মূল্যেই তা ক্ষুন্ন হতে দেওয়া যায় না। আপনারা ফেইসবুকে, টুইটার, ইন্সটাগ্রাম, পিন্টারেসে কমেন্ট করে নিজের প্রাইভেসি নষ্ট করবেন না। যে কোন তান্ত্রিক কাজ বা দোওয়া তাবিজের কাজ সম্পূর্ণরুপে আধ্যাত্বিক বিধি অনুসরন করে। আপনাদের নিকট অনুরোধ থাকবে আমাদের পেইছে ও পোষ্টে লাইক দেওয়ার জন্য এতেই আপনার মত হাজারো অসহায় সমস্যা সঙ্কুল মানুষের নিকট আমাদের প্রপোজাল চলে যাবে। আপনার যে কোন সমস্যা আমাদের জানাতে মেইল করুন, অথবা মোবাইল করুন। আপনি যে কোন সমস্যার তাৎক্ষনিক সমাধানের জন্য আমাদের স্যেসাল মিডিয়ায় টেক্স করে বিস্তারিত আলোচনা করতে পারেন, তবে কথা বলার জন্য অবশ্যই শুধুমাত্র মোবাইল নাম্বারে কল করুন, কেননা স্যোসাল মিডিয়ায় একই সংগে একাধিক ব্যক্তি টেক্স করে, আর যখন একজনার কল রিসিফ করা হয় অন্যদের সমস্যা তৈরী হয়। বিধায় আমাদের কোন স্যোসাল মিডিয়ায় কল এ্যলাউ নয়, আপনি যে কোন বিষয় টেক্স করতে পারেন।

আপনি আপনার সমস্যা লিখার সময় প্রথমে আপনার পূর্ণ নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ ( অবশ্যই যদি সঠিক জন্ম তারিখ জানা থাকে তবেই দিবেন, ভুল বা সার্টিফিকেটে দেওয়া জন্ম তারিখ কোন ভাবেই দিবেন না।), জন্ম স্থান, অর্থাং আপনি যে স্থানে জন্ম গ্রহন করেছেন সেই স্থানের থানা ও জেলার নাম। আপনার বর্তমান পেশা, আপনার মোবাইল নাম্বার( জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য) আপনার ছবি (প্রয়োজনে ফেইস রিডিং করার জন্য), আপনি যে সমস্যা নিয়ে আলোচনা করবেন তার বিস্তারিত লিখবেন। যদি আপনার সমস্যার সাথে থার্ডপার্সন কোন ব্যক্তি বা নারী থাকে তবে অবশ্যই সেই নারী বা ব্যক্তির ছবি নাম, পিতা/মাতার নাম, জন্ম স্থান ইত্যাদি তথ্য দিবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার বা আপনার পরিবারের কোন ব্যক্তির অর্থাৎ আপনার রক্তের সর্ম্পকের কাহারো তদবীর করাতে পারবেন, কিন্তু আপনার পরিচিত বা বন্ধু/বান্ধবীর তদবীর করাতে পারবেন না। আপনি তাদের পরামর্শ দিতে পারেন যে এখানে বা ওখানে কাজ ভালো করে গিয়ে করাতে পারো, কিন্তু সাথে থেকে কাজ বা তদবীর নিলে তা কখনই ফলপ্রশু হবে না। ১০০% ফেইলর। মূল কথা তদবীর যিনি করছেন তিনি এবং তদবীর কারক ব্যতিত তৃতীয় পক্ষ কেহই তদবীর বিষয়ক কোন প্রকার তথ্য জানতে পারবে না। তবেই আপনার কাজটি সুচারু রুপে সম্পন্য হবে। তদবীরের হাদিয় সর্ম্পকে প্রথমেই কাহারো নিকট হতে ধারনা নিবেন, কেননা তদবীর কারকের সহিত হাদিয়া নিয়ে কোন প্রকার বার্গেনিং/দরদাম করা চলবে না। যদি সেটা করেন তবেও কাজের সমুহ ক্ষতি। যদি আপনি তদবীরের হাদিয়া নিজের রোজগারকৃত অর্থ হতে দেন তবেই সবচাইতে ভালো, সমস্যা হলে কাহারো নিকট সুদ বিহীন কর্য নিয়ে দিতে পারেন। কিন্তু কোন ভাবেই অসৎ উপায়ে অর্জনকৃত অর্থ, সমিতি বা ব্যাংক লোনকৃত অর্থ, সুদের উপর নেয়া অর্থ কখনই তদবীরের হাদিয় হিসেবে দিবেন না, এতে আপনার তদবীরের কোন প্রকার ফল’ই আপনি পাবেন না। কাজের ফলাফল নিয়ে অযথা শঙ্কা বা অস্তিরতা মনে আনবেন না। বেশি বেশি দান সদগা ও স্বীয় স্রষ্টার নিকট কাজের ফলাফলের জন্য প্রার্থনা করুন। তবে অবশ্যই আপনি সফলকাম হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন