শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

চাকরি ‌লাভের ‌জনো

আপনি যে কোন সরকারী, বে-সরকারী চাকুরীর আসায়, দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে দিয়ে হতাষ হয়ে পরেছেন? আপনার যোগ্যতা রয়েছে, কিন্তু প্রতিটি চাকুরীতে যে পরিমান ঘুষ বানিজ্য চলছে, তা আপনার জন্য প্রতিকুল নয়? তবে আপনার জন্য আমরা রয়েছি! ! !

আপনার যদি এখনো মনে হয় সরকারী চাকুরী সোনার হরিন, তবে আমরা বলবো আপনি এখনো কুয়োর ব্যাঙ্গ হয়ে রয়েছেন, কুয়ো থেকে বের হয়ে দেখুন। শতশত বেকার যুবোক আমাদের সেবা গ্রহন করে চাকুরীজীবি হয়েছে, সরকারের নিন্মস্তর থেকে শুরু করে সর্বচ্য পর্যায় পর্যন্ত রয়েছে তারা। আপনি নিজের মুর্খতাকে পরিহার করুন, সঠিক সন্ধানী চোখ খুলে আজ’ই নিজের ভাগ্যদুয়ার খুলে দিন।

দেশের হাজারো বেকার যুবকের মুখে, তার পরিবারের মুখে হাসিয়ে ফুটিয়েছি, তাদের নতুন জীবন সাজাতে সাহায্য করেছি, তাহলে আপনি বাদ থাকবেন কেনো? আপনার ভাগ্য বিধাতা আপনার প্রতি বিরুপ নয়, আপনি আপনার ভাগ্যের সাথে ছলাকলা করছেন, আর তার জন্য দায়ভার আপনার।

আজই আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার চাকুরী এবার হবেই হবে।
এ বিষয় শতভাগ নিশ্চয়তা প্রদান করছি। বিগত ১১ বছরে কেহ কখনো আমাদের নিকট হতে  রিক্ত হস্তে ফিরে যায়নি, আপনিও যাবেন না, আপনার ভাগ্য রেখায় নতুন সুচনা করুন আজ এই মুহুর্ত থেকে।

হ্যা এখনি সময়, আপনার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া পড়শী সকলকে জানানোর যে আপনি আর বেকার নন, আপনার নিন্দুকদের জানানো প্রয়োজন আপনি দুর্বল নন। আপনি কখনই অবহেলার পাত্র ছিলেন না, আর থাকবেনও না।

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

তুলসি ‌পাতার ‌উপকারিতা

.তুলসী একটি ঔষধি গাছের নাম। এটি সুগন্ধিযুক্ত, কটু তিক্তরস, রুচিকর। সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মূত্রকর, হজমকারক ও এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় তুলসী পাতা। বিশেষ করে কফের প্রাধান্যে যেসব রোগ সৃষ্টি হয়, সে ক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক। তবে উদ্ভিদটির আরও নানা গুণ সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক, তুলসী পাতার নানা গুণ।
ছবি: সংগৃহিত
সর্দি-কাশির মহাষৌধ
শিশুদের সর্দি-কাশির জন্য তুলসী পাতা মহাষৌধ হলেও যেকোনো বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকে। শিশুর সর্দি-কাশি থাকলে শিশুকে আদা চা চামচ মধু এবং তুলসী পাতার রস খাওয়ালে কাশি কিছুটা কমবে।
হার্টের অসুখ
তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে। তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে।
মানসিক চাপ
তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
ছবি: সংগৃহিত
মাথা ব্যাথা
মাথা ব্যাথা ও শরীর ব্যাথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংশপেশীর খিচুনী রোধ করতে সহায়তা করে।
বয়স রোধ করা
তুলসী পাতার ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টের হিসেবে কাজ করে; যা বয়সজনিত সমস্যা কমায়। তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন কেউ কেউ।
রোগ নিরাময় ক্ষমতা
তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে। তুলসী পাতা পাকস্থলীর ও কিডনীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
পোকার কামড়
তুলসী পাতা হলো প্রোফাইল্যাক্টিভ যা, পোকামাকড় কামড় দিলে উপসম করতে সক্ষম। পোকার কামড়ে আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে রাখলেকামড়ের ব্যথা ও জ্বলা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়।
ছবি: সংগৃহিত
ত্বকের সমস্যা
তুলসী পাতার রস ত্বকের জন্য খুবই উপকারী। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। এছাড়াও তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগালে ত্বকের যেকোনো সমস্যায় বেশ উপকার পাওয়া যায়। এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না ৷
ঘরের বারান্দাতে একটু আলো বাতাস আসলে সেখানেই একটি তুলসী গাছ লাগিয়ে দিতে পারেন। নিয়মিত তুলসী পাতার রস খেলে রোগ-বালাই থাকবে অনেক দূরে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত একটি করে তুলসী পাতা খান।