কমবেশি প্রতিটি বাড়ির সাধারণ সমস্যার একটি হলো টিকটিকি। বিশেষ করে অনেক শিশু এবং নারীই এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে ভয় পায়। আবার অনেকেই আছেন যারা বাড়িতে টিকটিকি উপস্থিতি পছন্দ করেন না।
বিশ্বে প্রায় ৬০০ প্রজাতির টিকটিকি রয়েছে। বাড়িতে থাকা টিকটিকি সাধারণত ক্ষতিকর নয়। পোকামাকড় খেয়ে বাড়ি পরিষ্কার রাখে তারা। এরপরও দেয়ালে-মাটিতে প্রচুর টিকটিকি ঘুরে বেড়ালে কেউই তা পছন্দ করবে না।
টিকটিকি তাড়ানোর উপায় :
টিকটিকি তাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হলো ঘর-বাড়ি পরিষ্কার রাখা। নিয়মিত অ্যান্টি ব্যাক্টেরিয়াল সলিউশন দিয়ে ঘর মোছা। প্রতিটি ঘরের জানলা এবং দেয়াল পরিষ্কার রাখা। ঘরে উজ্জ্বল আলো টিকটিকিসহ অন্য পোকামাকড়কে আকর্ষন করে। তাই প্রয়োজন না থাকলে ঘরের লাইট নিভিয়ে রাখা। অথবা ডিম লাইট বা হালকা আলো ব্যবহার করা যেতে পারে।
টিকটিকির খাদ্যের অভাব হলে নিজেই বাড়ি থেকে চলে যাবে। তাই বাড়িতে যাতে অন্য পোকা মাকড় না থাকে সে দিকেও খেয়াল রাখা। আর বাড়িতে বিড়াল থাকলে সাধারণত সেই বাড়িতে টিকটিকি থাকে না। এছাড়াও দেয়ালে কোন ফাটল ধরলে তা তাড়াতাড়ি ঠিক করে ফেলা উত্তম।
বাসা-বাড়িতে কোন প্রকার পানি জমতে দেয়া যাবে না। আর দেয়াল থেকে অন্তত ৫ ইঞ্চি দূরে ঘরের আসবাবপত্র রাখার চেষ্টা করতে হবে। মাটিতে পানি বা খাবার পড়ে থাকলে তা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। এছাড়াও আরো বেশ কয়েকটি উপায়ে টিকটিকি তাড়ানো যায়-
কফি :
এ জন্য কফি ও তামাক গুঁড়া লাগবে। এই দুটো জিনিস অল্প পানিতে মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। এরপর যেখানে যেখানে বাড়ির টিকটিকি থাকার সম্ভাবনা সেখানে সেখানে এই বলগুলো ছড়িয়ে দিন। একই সঙ্গে ময়ূরের পালক তো রয়েছেই। যা দেখলে টিকটিকি ভয়ে পালায়।
পেঁয়াজ :
টিকটিকি পেঁয়াজের কড়া গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই পেঁয়াজ কেটে ঘরের বিভিন্ন কোণায়, জানলায় ও দরজার গোড়ায় রেখে দিন। এভাবে টিকটিকিকে দূরে রাখা সম্ভব। পেঁয়াজে সালফার থাকে, তাই পেঁয়াজ থেকে ঝাঁঝালো গন্ধ বের হয়। এই কড়া গন্ধই সহ্য করতে পারে না টিকটিকি। পেঁয়াজের রস ও পানি মিশিয়ে সেটাও ঘরে স্প্রে করতে পারেন। এছাড়া ন্যাপথলিনের গন্ধও সহ্য করতে পারে না টিকটিকি।
তেজপাতা :
টিকটিকি তাড়ানোর আরো একটা উপায় হলো তেজপাতা পোড়ানো। একটা তেজপাতা পুড়িয়ে সেই গন্ধ যদি বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে পারেন। তাহলেই কাজ হবে, মূহুর্তেই পালাবে টিকটিকি। কয়েকদিন তেজপাতা পোড়ালেই এর ফল পাওয়া যাবে